সংবাদ কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে বাগদার চন্দন মন্ডল ওরফে রঞ্জন। শোনা যায়, একসময় তাঁর বাড়ির সামনে চাকরি চাওয়ার লাইন পড়ত। চাকরি বিক্রি হয়েছে কখনও ৫ লাখ, আবার কখনও ১২ লাখ টাকায়।
এই ঘটনায় চন্দনের গ্রামবাসীদের বক্তব্য, এই বিপুল পরিমাণ টাকা যাঁদের কাছে গিয়েছে, তাঁরা গ্রেপ্তার হবেন কবে? তাঁদের কথায়, ইতিমধ্যে ‘গ্রুপ-ডি’ মামলায় চাকরি চলে গিয়েছে ৭-৮ জনের। চন্দন গ্রেপ্তারের পর যদি সত্যিই চাকরি চলে যায়, তাহলে গ্রামে হাহাকার পড়ে যাবে।
শোনা যায়, চন্দন মন্ডলের এই চক্র ছড়িয়ে ছিল সমগ্র দক্ষিণবঙ্গ সহ দিনাজপুর পর্যন্ত। কতজনকে এভাবে দুর্নীতি করে চাকরি দিয়েছে চন্দন? তার সঠিক হদিশ কেউ দিতে পারেনি।
এদিকে, শনিবার চন্দনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় নিজাম প্যালেসে। যথারীতি নিজের উকিলকে সঙ্গে নিয়ে নিজাম প্যালেসে হাজিরা দেয় চন্দন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দনের সাফাই ছিল, ‘আমি টাকা নিয়ে কাউকে চাকরি দিইনি।’
এখন দেখার, চন্দনকে জিজ্ঞাসাবাদের পর নতুন কী চমক অপেক্ষা করছে রাজ্যবাসীর জন্য!