বেঙ্গালুরু: ছাত্রকে খুনের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। চতুর্থ শ্রেণির এক ছাত্রকে রড দিয়ে পিটিয়ে দোতলা থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় ওই শিক্ষক। গতকাল সোমবার হাসপাতালে ওই ছাত্রের মৃত্যু হয়। শনিবার ঘটনাটি ঘটেছে কর্ণাটকের হাদালি গ্রামের একটি সরকারি স্কুলে।
১০ বছর বয়সী ওই ছাত্রের নাম ভরত বার্কার। সে গভর্নমেন্ট মডেল প্রাইমারি স্কুলের ছাত্র। অভিযুক্ত শিক্ষকের নাম মুথাপ্পা। তিনি ওই স্কুলের অতিথি শিক্ষক। ঘটনার পর থেকেই সে পলাতক।
সূত্রের খবর, মৃত ছাত্রটি বন্ধুদের সঙ্গে কথা বলছিল। সেই সময় শিক্ষক লোহার রড দিয়ে মারধর শুরু করেন। তখন বাঁচার জন্য ওই ছাত্রটি তার মায়ের কাছে ছুটে যায়। তাঁকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ। তিনি ওই একই স্কুলের শিক্ষিকা।
এদিকে গত সপ্তাহে দিল্লিতেও এমন ছাত্র নির্যাতনের ঘটনা হয়েছিল। সেবার একজন স্কুল শিক্ষিকা পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে কাঁচি দিয়ে আঘাত করে, তাকে স্কুলের একতলার জানালা দিয়ে ছুঁড়ে দেন বলে অভিযোগ। পরে ওই শিক্ষিকাকে পুলিশ গ্রেফতার করে।
previous post
next post