18 C
Kolkata
December 24, 2024
দেশ

চকোলেট চুরির অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ তিন বছরের শিশু

চকোলেট চুরির অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ তিন বছরের শিশু

ভুপাল: নিজের চকোলেট চুরি করে খেয়ে নিচ্ছে মা। আর এই অদ্ভুত অভিযোগ জানাতে পুলিশের দ্বারস্থ হল তিন বছরের খুদে শিশু। জানা গিয়েছে, হামজা নামের ওই শিশু পুত্রের বাড়ি মধ্য প্রদেশের বুরহানপুরে। এখনও ঠিকমত কথা ফোটেনি হামজার। কিন্তু, তার প্রতিবাদী মনোভাব দেখে রীতিমত হতচকিত নেটিজেনরা। তার এই অভিযোগের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশকে সামনে পেয়ে মায়ের নামে একাধিক অভিযোগ জানাল সে। এক মহিলা পুলিশ গড়গড় করে খাতায় লিখে নিলেন সেই অভিযোগ। লেখার ফাঁকে হেসে গড়িয়ে পড়ছেন সেই পুলিশ কর্মী। পাশে আর এক জন পুলিশ কর্মী মজা করে জিজ্ঞাসা করছেন, আর কি কি চুরি করেছে? শিশুটি নেটিজেনরা অনেকে বিষয়টি নিয়ে মজাও করেছেন। অনেকে খুদের কান্ড দেখে হেসে লুটোপুটি।

Related posts

Leave a Comment