24 C
Kolkata
April 17, 2025
দেশ

ঘুষকাণ্ডে ফৌজদারি, দেওয়ানি দুই আইনে আদানির বিচার

ফাইল চিত্র

ঘুষকাণ্ডে গৌতম আদানির বিরুদ্ধে বড়সড় সিদ্ধান্ত নিউ ইয়র্কের আদালতের । জানানো হয়েছে, আদানির বিরুদ্ধে দায়ের হওয়া তিনটি মামলা একত্রিত করে বিচারপ্রক্রিয়া চলবে ফৌজদারি এবং দেওয়ানি দুই আইনেই। উল্লেখ্য, আদানি সংস্থার বিরুদ্ধে সোলার প্যানেলের জন্য ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। গত নভেম্বর মাসে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ওঠে। গৌতম, তাঁর ভাইপো সাগর এবং তাঁদের সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ আনে আমেরিকার শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং ন্যায়বিচার দপ্তর।

ওই অভিযোগে বলা হয়, প্রায় ২,২৩৭ কোটি টাকা ঘুষ দিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে বাজারের থেকে বেশি দামে সৌরবিদ্যুৎ বিক্রির বরাত আদায় করেছিল আদানিরা। ওই প্রকল্প থেকে ২০ বছর ধরে প্রায় ১৬ হাজার ৯০০ কোটি টাকা মুনাফা করার পরিকল্পনা ছিল শিল্পগোষ্ঠীর। আদালতে চলা মামলার প্রেক্ষিতে অভিযোগ, বাজার দরের চেয়ে বেশি দামে সৌরবিদ্যুৎ বিক্রির বরাত পেতে অন্ধ্রপ্রদেশ সহ ভারতের কয়েকটি রাজ্যের সরকারি আধিকারিক, জনপ্রতিনিধিদের ঘুষের প্রস্তাব দিয়েছিল আদানি গ্রিন এনার্জিস। সেই অভিযোগে অভিযুক্ত আজিউর পাওয়ার গ্লোবাল লিমিটেডের এক কর্তা এবং এক কানাডিয়ান বিনিয়োগকারী। এর মধ্যে আমেরিকার লগ্নিকারীদের থেকে ১৭ কোটি ৫০ লক্ষ ডলার তোলা হয়েছিল বলেও দাবি করা হয়।

আমেরিকার শেয়ার বাজার থেকে অর্থ সংগ্রহ করলে আদানি গোষ্ঠীকে সে দেশের সমস্ত আইন মেনে চলতে হবে। সেই কারণেই আমেরিকার শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং ন্যায়বিচার দপ্তর ব্যবস্থা নেয় আদানি গোষ্ঠীর বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে মোট তিনটি মামলা দায়ের হয় আমেরিকার আদালতে। জানা গিয়েছে, আদানির বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া পরিচালনা করবেন জেলা বিচারক নিকোলাস জি গারোফিস। আপাতত মামলাগুলি একজোট করার প্রক্রিয়া চলছে মার্কিন আদালতে।

Related posts

Leave a Comment