November 2, 2025
সাহিত্য

ঘুম ভাঙ্গানো পাখি

সন্দীপ রায়
বিথারী, উত্তর ২৪ পরগণা

কোথায় বাড়ি কেবা জানে,
কোথায় তুমি থাকো?
ভোরের সময় রোজই আসো,
মধুর সুরে ডাকো!

মধুভরা কণ্ঠ তোমার
জানি! সুন্দর দুটি আঁখি,
ভোরের বেলায় আসো তুমি
ঘুম ভাঙ্গানো পাখি।

ঘুম ভাঙলে হারিয়ে ফেলি
সুন্দর তোমার মুখ,
একা বসে ভাবি যখন
মনেতে লাগে দুখ।

Related posts

Leave a Comment