পশ্চিম মেদিনীপুর: সাত সকালে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস! দ্রুত বেগে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নেমে গেল রাস্তার পাশে গর্তে। চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় বাসে থাকা যাত্রীরা। বাসের খালাসী গেট খুলে যাত্রীদের নামানোর কাজ শুরু করে। ঘটনাস্থলে স্থানীয় লোকজন এসে পৌঁছয় । খবর দেওয়া হয় ঘাটাল থানায়। ঘাটাল থানার পুলিশ এসে আহতদের উদ্ধার করে। স্থানীয় গ্রামবাসী ও পুলিশের তৎপরতায় আহতদের একটি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়। ঘটনায় আহত একাধিক। তার মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হল ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের দন্ডিপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মাংরুল থেকে পাঁশকুড়াগামী একটি যাত্রীবাহী বাস ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের বন্দিপুর এলাকায় দ্রুত বেগে যাওয়ার সময় একটি গাড়িকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে গর্তে নেমে যায়। বাসে থাকা প্রায় ৪০ জন যাত্রীদের সকলেই অল্প বিস্তার আহত হন।
next post