নিজস্ব সংবাদাতা, রায়দীঘি: দক্ষিণ ২৪ পরগনার রায়দীঘিতে বিজেপি করার অপরাধে ঘরবন্দী করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। জানা গিয়েছে, দ্বীপের মতো চারিদিকে জলে ঘেরা ঘরবাড়ি। চলাচলের একমাত্র অবলম্বন বাঁশের সাঁকো ভেঙে কাঁটা বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে গৃহবন্দী করে রাখায় ঘর ছাড়া পাঁচ বিজেপি পরিবার। সোমবার তাঁদের সঙ্গে দেখা করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। তার আগে তিনি উত্তর কঙ্কনদিঘীর নিরঞ্জন সরদারের বাড়িতে দুপুরের আহার করেন। সেখান থেকে জটার দেউলের মন্দির দর্শন করেন। পরে ওই পাঁচ বিজেপি সমর্থক পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার জন্য ডাক্তার ঘেরীর এলাকায় যান ও তাঁদের বক্তব্য শোনেন ।
সেখান থেকেই শাসকদলকে তিনি হুঁশিয়ারি দেন । বলেন, বিজেপি করার অপরাধে যদি ঘরছাড়া বা গৃহবন্দী হতে হয়, তাহলে তৃণমূল করার অপরাধেও পাল্টা ঘরছাড়া করবে বিজেপি। যেখানে বিজেপি বেশি আছে, শাসক দলের সংখ্যা কম, সেই এলাকায়ও এই ব্যবস্থা করা হবে । এলাকার মানুষের সঙ্গে কথা বলে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুমকিও দেন তিনি।
উল্লেখ্য, গত কয়েকদিন আগে শাসক দলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গলা পর্যন্ত জলে নেবে জিনিসপত্র নিয়ে পরিবারের সঙ্গে অন্যত্র চলে গিয়েছে পাঁচটি পরিবার। বিজেপি করার অপরাধে তাঁদের এক ঘরে করে চলাচলের রাস্তা কাঁটা বেড়া দিয়ে ঘিরে দেওয়ারও অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পানীয় জলের সংকট। বিনা চিকিৎসায় কষ্ট পাচ্ছে দুধের শিশু থেকে পরিবারের বৃদ্ধা মানুষজন। বাধ্য হয়ে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয় ওই পাঁচটি পরিবার।