সংবাদ কলকাতা: দীর্ঘ ১১ বছর পর গড়বেতা কঙ্কাল কাণ্ডে চার্জ গঠন করল আদালত। বুধবার বিধাননগরের বিশেষ আদালতে সিপিএমের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ সহ ৪৫ জন অভিযুক্তের বিরুদ্ধে এই চার্জ গঠন করা হয়েছে। বিধাননগরে জনপ্রতিনিধিদের আদালতে এই চার্জ গঠনের সময় সুশান্ত ঘোষকে খুনের অভিযোগ থেকে মুক্ত করা হয়েছে। তবে তার বিরুদ্ধে মারধর, হাঙ্গামা ও সাক্ষ্যপ্রমাণ লোপাট সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। বিচারপতি মনোজ্যোতি ভট্টাচার্য এই চার্জ গঠন করেছেন। আগামী ১০ মার্চ থেকে এই মামলার শুনানি তথা বিচার প্রক্রিয়া শুরু হবে।
previous post