সংবাদ কলকাতা, ৯ সেপ্টেম্বর: গ্রেপ্তার হলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তাঁর সঙ্গে চন্দ্রবাবুর ছেলে নারা লোকেশও গ্রেপ্তার হয়েছেন। ৩১৭ কোটি টাকার স্কিল ডেভলপমেন্ট দুর্নীতি মামলায় তাঁকে গ্রেপ্তার করেছে নান্দিয়াল জেলার পুলিস ও সিআইডি। গ্রেপ্তারের পর চন্দ্রবাবুর মেডিক্যাল পরীক্ষা করা হয়। একটি হাসপাতালে সেই পরীক্ষা সম্পন্ন হওয়ার পর তাঁকে বিজয়ওয়াড়ার জেলে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, ২০২১ সালে এই স্কিল ডেভলপমেন্ট দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। অভিযোগের প্রায় দুই বছর পর তাঁকে গ্রেপ্তার করা হল।
previous post
next post