29 C
Kolkata
April 8, 2025
দেশ

গ্রেপ্তার হয়েছে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন

গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি দুর্নীতির অভিযোগে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। ঠিক এই ঘটনার কয়েকদিন পরেই দিল্লিতেও তার অন্যথা হয়না, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও জেলে ঢোকানো হয়েছে। গত শনিবার, কেজরিওয়াল-পত্নী সুনীতার সঙ্গে দেখা করলেন সমব্যথায় ব্যথিত কল্পনা সোরেন। তিনি হেমন্তের স্ত্রী। এদিকে কল্পনা বলেছেন, ‘দু’মাস আগে ঝাড়খণ্ডে যা হয়েছিল, দিল্লিতে তারই পুনরাবৃত্তি হয়েছে। এই অবিচারের বিরুদ্ধে আমরা একযোগে প্রতিবাদ করব। বিজেপি সরকারের অপশাসনের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতেই হবে।’ এদিন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গেও দেখা করার কথা জানান কল্পনা।

Related posts

Leave a Comment