সংবাদ কলকাতা: অবশেষে গ্রেপ্তার হল সন্দেশখালি কাণ্ডের অন্যতম পান্ডা ও তৃণমূলের ব্লক সভাপতি শিবু হাজরা। তাকে গণধর্ষণের অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টার মধ্যে সন্দেশখালি ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শিবু হাজরাকে গ্রেপ্তার করল পুলিশ। শেখ শাহজাহানের ডেরা বলে পরিচিত ন্যাজাট থানা এলাকা থেকে শনিবার বিকেলে শিবুকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রামবাসীদের অভিযোগ, স্থানীয়দের জমি দখল করে ভেড়ি বানিয়েছিল শিবু। সেই জমির লিজের টাকাও শোধ করত না সে। উল্টে তৃণমূলের বৈঠকের নাম করে গ্রামের মহিলাদের নিজের লালসার শিকার বানিয়েছিল। রাত বিরেতে গ্রামের মেয়ে-বৌদের তৃণমূল পার্টি অফিসে অথবা নিজের খামারবাড়িতে ডেকে নিয়ে যেত শিবু। না যেতে চাইলে বাড়িতে পাঠিয়ে দিত সাদা থান। সেই ভয়ে শিবুর ডাকে গ্রামের মহিলারা হাজির হলে নামমাত্র কিছুক্ষণ পার্টির কর্মসূচি নিয়ে কথা হত। তারপর কয়েকজন সুশ্রী মহিলাকে সেখানে থেকে যেতে বলত শিবু ও তাঁর অনুগামীরা। এরপর মত্ত অবস্থায় ওই মহিলাদের রাতভর যৌন লালসার শিকার করা হতো বলে অভিযোগ।
শনিবার আদালতে সন্দেশখালির এক বধূর গোপন জবানবন্দির ভিত্তিতে শিবপ্রসাদ হাজরা ও উত্তম সরদারের বিরুদ্ধে গণধর্ষণ ও খুনের চেষ্টার ধারা রুজু করতে বাধ্য হয় পুলিশ। এরপরই গ্রেপ্তার করা হয় শিবু হাজরাকে। তবে উত্তম ও শিবু গ্রেপ্তার হলেও সন্দেশখালির নাটের গুরু শেখ শাহজাহানের এখনও কোনও হদিশ নেই।
previous post