সংবাদ কলকাতা : কেন্দ্রীয় সংস্থার জালে আরও এক মন্ত্রী। এবার রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হল রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। প্রায় ২১ ঘণ্টা ধরে গতকাল তাঁর সল্টলেকের বাড়িতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর রাত ৩ টে ২০ মিনিটে তাঁকে তাঁর বাড়ি থেকে বের করে নিয়ে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।
পুজো শেষ হতেই বৃহস্পতিবার সকালে মন্ত্রীর বাড়িতে পৌঁছে যায় ইডি-র টিম। তাঁর সল্টলেকের দুটি বাড়িতে চলে ম্যারাথন তল্লাশি। গভীর রাতে তাঁকে গ্রেফতার করে ইডি। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর গ্রেফতার হন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার ফের রাজ্যের মন্ত্রীকে গ্রেফতার করা হল। আজ জোকা ESI হাসপাতালে মেডিক্যাল চেক আপের জন্য তাকে কলকাতা ইডি দফতর সল্টলেক CGO COMPLEX থেকে বার করা হয়। শারীরিক চিকিৎসার পর আজই তাকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। ইডি সূত্রের খবর, আজই ইডির তরফ থেকে এই কেসে স্পেশাল পিপি appointed করা হয়েছে। স্পেশাল পিপি হিসেবে ইডির তরফ থেকে appointed করা হয়েছে ফিরোজ এডুলজিকে। যার হাতে রয়েছে নিয়োগ দুর্নীতির একাধিক কেস। Cgo complex থেকে রাজ্যের বনমন্ত্রীকে যখন ইডি আধিকারিকরা বার করছেন তখন মন্ত্রী বলেন – বিজেপির চক্রান্ত, শুভেন্দু করিয়েছে। এদিকে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা রাজ্যের বনমন্ত্রীকে নিয়ে আসা হল ব্যাঙ্কশাল আদালতে। দুপুর দুটোর কিছু সময় পর শুনানি শুরু হয়েছে। মূলত ইডি আধিকারিকরা মন্ত্রীকে নিজেদের হেফাজতে নেবার আবেদন জানাবেন আজ ব্যাঙ্কশাল আদালতে। যদি নিজেদের হেফাজতে মন্ত্রীকে ইডি পেয়ে যায় তাহলে রেশন দুর্নীতি কান্ডে আগেই গ্রেফতার হওয়া ব্যবসায়ী বাকিবুর রহমানের মুখোমুখি বসিয়ে মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করবে ইডি।
previous post
next post