27 C
Kolkata
November 1, 2025
বিদেশ

গ্রিস থেকে আসা কফিনবন্দী দেহ বদল বাংলাদেশে

ঢাকা: বাক্স বদলের গল্প আমরা অনেক শুনেছি। কিন্তু কফিন বন্দি মৃতদেহ বদল খুব কমই শোনা যায়। বাংলাদেশের দুটি পরিবারের সঙ্গে ঘটল এরকমই এক অদ্ভুত ঘটনা। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দামোদরধুপী গ্রামের আফসর মিঞা নামে এক যুবক গ্রিসে গিয়েছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি সেখানে মারা যান বছর ৪০ এর ওই ব্যক্তি । বাংলাদেশ প্রশাসনের তৎপরতায় তাঁর মৃতদেহ পরিবারের কাছে ফেরানোর ব্যবস্থা করা হয়। সেইমত তাঁর কফিনবন্দী দেহ প্রশাসনের সহযোগিতায় গ্রামের বাড়িতে আনা হয়। মৃতদেহটি কবর দেওয়ার জন্য কবর স্থানেও নিয়ে যাওয়া হয়।

কিন্তু সেখানে গিয়ে কফিনের ঢাকনা খুলতেই তাজ্জব বনে যান গ্রামবাসীরা। দেখা যায় কফিনের ভিতরে যে দেহটি আছে সেটি আফসার মিঞার নয়। অন্য এক অপিরিচিত যুবকের। বাধ্য হয়ে মৃতদেহের কবর দেওয়ার প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে শান্তিগঞ্জ থানার পুলিশ। তাঁরা বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেন।

প্রশাসনের উচ্চস্তরে যোগাযোগ করার পর প্রকৃত ঘটনা সামনে আসে। আসলে কফিনবন্দী দেহটি গ্রিসে কাজে যাওয়া অন্য একজন বাংলাদেশীর। তাঁর নাম জালাল উদ্দীন (৫২)। তিনি বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার বাসিন্দা। তিনিও গ্রিসে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ফলে জালাল উদ্দিন ও আফসার মিঞা ,দুজনেরই মৃতদেহ একই সঙ্গে বাংলাদেশে আসে। কিন্তু ঢাকার শাহজালাল বিমানবন্দরে কফিনবন্দি দেহ দুটি বদল হয়ে ভুল ঠিকানায় চলে যায়। কফিনের লেখা ঠিকানায় ভুল হওয়ার কারণেই এই ঘটনা ঘটেছে। অবশেষে মৃতদেহ দুটিকে বদল করে সঠিক জায়গায় পাঠিয়েছে প্রশাসন।

Related posts

Leave a Comment