21 C
Kolkata
December 24, 2024
কলকাতা বিদেশ

গ্রিসে দুটি ট্রেনের সংঘর্ষে মৃত ৩৬, জখম ৮৫

এথেন্স, ১ মার্চ: গতকাল রাতে গ্রিসের টেম্পে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। একটি মালগাড়ি ও একটি প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষে ঘটে এই দুর্ঘটনা। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী এই ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩৬ জন। আহত হয়েছেন আরও ৮৫ জন যাত্রী। ইতিমধ্যে ২৫০ জন বিপন্ন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধার কাজ চলছে। ঘটনাস্থলে ১৫০ জন দমকল কর্মী উদ্ধার কাজে নিযুক্ত আছেন। সবসময়ের জন্য প্রস্তুত রয়েছে ৪০টি অ্যাম্বুলেন্স।

জানা গিয়েছে, ট্রেন দু’টির চালক কিছু বুঝে ওঠার আগেই একই লাইনে একটি মালগাড়ি ও একটি প্যাসেঞ্জার ট্রেন চলে আসে। দু’টি ট্রেনের মধ্যে জোরালো সংঘর্ষ হয়। যাত্রীবাহী ট্রেনের চারটি কামরা সংঘর্ষের ফলে বেলাইন হয়ে যায়। সংঘর্ষের পর আগুন ধরে যায় ট্রেনের কামরাগুলিতে। প্রত্যক্ষদর্শীরা এমনটাই জানিয়েছেন।

এদিকে গ্রিসের রেলের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে যাত্রীবাহী ট্রেনের প্রথম দুইটি কামরা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এই ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে অনুমান করা হচ্ছে। কী কারণে দুটি ট্রেন একই লাইনে চলে এল সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে কারণ খতিয়ে দেখছে গ্রিসের রেল কর্তৃপক্ষ ও প্রশাসন।

Related posts

Leave a Comment