December 27, 2024
দেশ

গ্যাংস্টার ভাই আতিক-আশরাফ হত্যা মামলায় বরখাস্ত এসও অশ্বনী কুমার সহ ৫ পুলিশকর্মী

সংবাদ কলকাতা, ১৯ এপ্রিল: পুলিশ হেফাজতে থাকাকালীন গ্যাংস্টার ভাই আতিক-আশরাফকে হত্যা। এই মামলায় শাহগঞ্জের এসও অশ্বনী কুমার সিংকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে চাকরি গেল আরও ৪ পুলিশ কর্মীর। সিট গতকাল এসও সহ সমস্ত পুলিশ কর্মীদের জিজ্ঞাসাবাদ করেছিল। যার পরে সিট-এর রিপোর্টের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে আতিক আহমেদের হত্যাকারীদের ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত গত ১৫ এপ্রিল পুলিশ ও সংবাদ মাধ্যমের সামনেই আতিক ও তাঁর ভাই আশরাফকে গুলি করে খুন করে ৩ দুষ্কৃতী। এই ঘটনার পর পুলিশের কর্তব্যে গাফিলতি ও উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলার অবনতি নিয়ে প্রশ্ন ওঠে। গ্রেপ্তার করা হয় খুনের দায়ে অভিযুক্তদের।

Related posts

Leave a Comment