সংবাদ কলকাতা: মঙ্গলবার সাত সকালে গোল পার্কের এক বহুতল বাড়িতে আগুন লেগে যায়। স্থানীয় সূত্রে খবর, বাড়িটি বহুদিন ধরে খালি পড়ে আছে। বাড়ির বর্তমান মালিক এখানে থাকেন না। যিনি বাড়িতে থাকতেন, তিনি বেশ কিছু দিন হল মারা গিয়েছেন। বাড়ির মালিক বা পুর কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই বাড়িটির রক্ষণাবেক্ষণের ব্যাপারে।
আজ সকালে বাড়িটির একটি তলা থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। তারপর দ্রুত আগুন অন্যান্য তলাতে ছড়িয়ে পড়ে। এলাকাটি ঘন বসতিপূর্ণ হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সংবাদ পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাড়িটিতে কোনও বাসিন্দা না থাকায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। আতঙ্কে স্থানীয়রা বলেন, যদি গভীর রাতে আগুন লাগত তবে কি হত?
previous post
