April 6, 2025
টিভি-ও-সিনেমা রাজ্য

গোপাল দলপতি গ্রেপ্তার, পলাতক হৈমন্তী

সংবাদ কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলার জাল ক্রমশ গোটাতে শুরু করেছেন সিবিআই আধিকারিকরা। এই মামলায় ইতিমধ্যে জেলে আছেন পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ সহ অনেকেই। এবার সেই কুন্তল ঘোষের মুখেই শোনা গেল গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায় ও হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম। ইতিমধ্যে গোপাল দলপতি সিবিআই হেপাজতে রয়েছে।
জানা গিয়েছে, উক্ত রহস্যময়ী নারী হৈমন্তী একজন মডেল। যিনি গোপাল দলপতির সাথেই সহবাস করেন।

সম্প্রতি তাদের বিপুল সম্পত্তির হদিস পেয়েছে সিবিআই। তাদের নামে ও বেনামে পূর্ব মেদিনীপুর সহ বিভিন্ন জেলায় নামে প্রায় ২০০ বিঘা জমি ও কোথাও জমির উপর বাড়িও রয়েছে। বীরভূমে রয়েছে দু’জনের হোটেল ও গেস্ট হাউজ। হাওড়ায় বাপের বাড়ি ছাড়াও টালিগঞ্জের অদূরে বেহালার মুচিপাড়ার কাছে রাজা রামমোহন রায় রোডে একটি ফ্ল্যাটের হদিশ মিলেছে। এছাড়াও আরও জানা গিয়েছে, মুম্বইতে হৈমন্তীর কোম্পানিতে গোপাল বিপুল পরিমান টাকা ট্রান্সফার করেছিল। বর্তমানে গোপাল দলপতি স্বেচ্ছায় ধরা দিলেও তার স্ত্রী হৈমন্তী এখনও পলাতক।

Related posts

Leave a Comment