April 19, 2025
দেশ

গোধরা কান্ডে দোষীদের ফাঁসির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে গুজরাত সরকার

সংবাদ কলকাতা: ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গুজরাতের গোধরাতে অযোধ্যা ফেরত তীর্থযাত্রীদের পুড়িয়ে মারার অভিযোগে অভিযুক্তদের ফাঁসি দিতে চায় গুজরাত সরকার। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচুড়ের বেঞ্চে এমনই সওয়াল করলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।

উল্লেখ্য, ২০০২ সালে ২৭ ফেব্রুয়ারি অযোধ্যা ফেরত তীর্থযাত্রীদের ট্রেনে আগুন জ্বালিয়ে দেয় দূস্কৃতিরা। তাদের মৃত্যু নিশ্চিত করতে ট্রেনের দরজা বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনার পর গুজরাতে শুরু হয় দাঙ্গা। দাঙ্গার আবহে বিলকিশ বানো কে ধর্ষণ করা হয় এবং তার পরিবারের ১৪ জনকে হত্যা করা হয়। এই মামলায় জামিন পেয়ে যায় অভিযুক্তরা। কিন্তু গোধরা কান্ড নিয়ে অবস্থান বদলায়নি গুজরাত সরকার।

এদিন এ মামলায় ১১ জন অভিযুক্তকে ফাঁসি দিতে চেয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন গোধরা কান্ডে যে নৃশংসতম ঘটনা ঘটেছিল তা ক্ষমার অযোগ্য। তাই গুজরাত সরকার ১১ জন দোষীকে ফাঁসি দিতে চায়।

Related posts

Leave a Comment