হায়দরাবাদ: তেলেঙ্গানায় গোদাবরী এক্সপ্রেসের ৬টি কামরা লাইনচ্যুত। বিশাখাপত্তনম থেকে সেকেন্দরাবাদ যাওয়ার পথে ঘটেছে এই দুর্ঘটনা। হায়দরাবাদ থেকে ৪০ কিমি দূরে বিবিনগর ও ঘাটকেশর স্টেশনের মাঝামাঝি এলাকায় এই ট্রেনের কামরাগুলি বেলাইন হয়ে যায়। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
দুর্ঘটনার পর লাইনচ্যুত কামরাগুলি থেকে মূল ট্রেনটিকে আলাদা করা হয়। বাকি কামরাগুলিতে সকল যাত্রীদের তুলে সেকেন্দরাবাদের উদ্দেশ্যে রওনা হয়। কিছু যাত্রী ট্রেনের বদলে সড়কপথে যাওয়ার ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ। কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হল তা খতিয়ে দেখা হচ্ছে বলে রেল সূত্রে জানা গিয়েছে।
next post