দেশগৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার এএসআই by aparnapalsenMarch 11, 2024March 11, 2024076 Share0 গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল এক এএসআইয়ের বিরুদ্ধে । পুলিশ জানিয়েছে, সেই ধৃত এএসআইয়ের নাম রাজনারায়ন রায়। তিনি বর্তমানে ময়নাগুড়ি থানায় কর্তব্যরত। এই ঘটনাকে কেন্দ্র করে জেলার পুলিস মহলে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।