ভাঙর, ৪ আগস্ট: ভাঙড়ে ভোট গণনার দিন পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াইয়ে মৃত্যু হয় তিন জনের। এই ঘটনায় গ্রেফতার হয় চার আইএসএফ নেতা। বৃহস্পতিবার তাদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ।
ভাঙড়ের অভিশপ্ত ভোট গণনা কেন্দ্র কাঁঠালিয়া হাই স্কুল। সেখানে উচ্চপদস্থ জেলা পুলিশ কর্তাদের উপস্থিতে আঁটোসাঁটো নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে আসা হল অভিযুক্ত চারজন আইএসএফ কর্মীকে। পুলিশের গাড়ি থেকে মুখ ঢাকা অবস্থায় নামানো হয় তাদের। একে একে ঘটনাস্থলে নিয়ে আসা হয় গ্রেফতার হওয়া আইএসএফ নেতা কর্মীদের। তারা কেউ পুলিশের বড় কর্তাদের সামনে আঙ্গুল উচিয়ে ঘটনাস্থল দেখাচ্ছেন তো আবার কেউ কোথা থেকে গুলি চালানো হয়েছিল তার বিবরণ দিচ্ছেন। সমগ্র ঘটনার ভিডিও রেকর্ড করা হয় পুলিশের পক্ষ থেকে।
উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের দিনক্ষন ঘোষণার দিন থেকে গণনার দিন পর্যন্ত দফায় দফায় উত্তপ্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। গণনার দিন রাতে কাঁঠালিয়া হাই স্কুলের সামনে পুলিশ ও দুষ্কৃতদের মধ্যে গুলির লড়াই চলে। তাতে গুলিবিদ্ধ হন খোদ অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান সহ তার দেহরক্ষী। এর পাশাপাশি তিনজনের মৃত্যু হয়। সেই ঘটনার তদন্তে নেমে একাধিক দুষ্কৃতী সহ বহু আইএসএফ নেতা-কর্মীকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার বাইশ দিন পর এদিন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে একটি তদন্তকারী দল গঠন করে ঘটনার পুনর্নির্মাণ করা হয়।
previous post