বাগডোগরা, ১১ সেপ্টেম্বর: গুয়াহাটি রাঁচি স্পেশাল সপ্তাহিক ট্রেনের স্টপেজের উদ্ধোধন হল বাগডোগরা স্টেশনে। আজ, সোমবার বাগডোগরা রেলস্টেশনে গুয়াহাটি রাঁচি স্পেশাল ট্রেনের স্টপেজের উদ্বোধন করেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত। স্টপেজ উপলক্ষে এদিন বাগডোগরা রেলওয়ে স্টেশনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন, কাটিহার ডিভিশনের ডি আর এম সুরেন্দ্র কুমার। সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার জি প্রশান্ত কুমার সহ অন্যান্যরা। 
সাংসদ জানান, এই ট্রেনের স্টপেজ বাগডোগরাবাসীদের জন্য। পাশাপাশি আগামী দিনে চেন্নাইগামী ক্যাপিটাল এবং দীঘাগামী পাহাড়িয়া এক্সপ্রেসে স্টপেজ হবে বলে তিনি জানান। ৫০০০ কোটি টাকার মাধ্যমে দার্জিলিং জুড়ে বিভিন্ন কাজ চলছে। বিমানবন্দরের উন্নয়ন ও বিভিন্ন প্রকল্পের কাজ করার পাশাপাশি তিনি জানান শিলিগুড়ি টাউন স্টেশনে অম্রুত কর্মসূচির মাধ্যমে জল প্রকল্প হবে।
							previous post
						
						
					
							next post
						
						
					
