28 C
Kolkata
August 3, 2025
দেশ

গুজরাট পুলিশের হাতে তৃতীয়বার গ্রেপ্তার হলেন তৃণমূল মুখপাত্র সাকেত গোখলে

নয়াদিল্লি: গুজরাট পুলিস তৃতীয়বার গ্রেপ্তার করল তৃণমূলের মুখপাত্র সাকেত গোখলেকে। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। নয়াদিল্লির চাণক্যপুরীতে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অতিথিশালা বঙ্গভবন। সেখান থেকে দিল্লি পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করে গুজরাট পুলিশ। জানা গিয়েছে, গুজরাট পুলিশ সাকেত গোখলেকে গ্রেপ্তারের জন্য দিল্লি পুলিসের কাছে সহযোগিতা চায়। সেই মতো দিল্লি পুলিশ সহযোগিতায় এগিয়ে আসে। সম্প্রতি গোখলে বলেন, গুজরাট পুলিসের বিরুদ্ধে মামলা দায়ের করেছে জাতীয় মানবাধিকার কমিশন। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই তাঁর গ্রেপ্তারি নিয়ে এই মামলা দায়ের করেছে কমিশন।

কিন্তু শুধু সাকেত গোখলেকেই কেন বার বার গ্রেপ্তার করছে গুজরাট পুলিশ? খবরে প্রকাশ, গত ডিসেম্বরেই হয়ে গেছে গুজরাটের বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের আগে গত ৩০ নভেম্বর এই রাজ্যের মোরবিতে ঘটে ভয়াবহ সেতু দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৪১ জন। এরপর দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ঘটনা নিয়ে একটি বিতর্কিত ট্যুইটের কারণে গত ৫ ডিসেম্বর রাজস্থানের জয়পুর থেকে তাঁকে গ্রেপ্তার করে গুজরাট পুলিশ।

তবে সাকেত কী বলেছিলেন সেই ট্যুইটে? জানা গিয়েছে, মোরবি দুর্ঘটনার সময় সাকেত ট্যুইটে লেখেন, ‘মোদির মোরবি পরিদর্শনের বন্দোবস্ত বাবদ ৩০ কোটি টাকা খরচ করা হয়েছে’। তাঁর ট্যুইটের এই তথ্যটিকে মিথ্যা বলে দাবি করে গুজরাট প্রশাসন। এরপরই গোখলের বিরুদ্ধে গুজরাট পুলিশের সাইবার সেলে অভিযোগ জানানো হয়। সেই অভিযোগের ভিত্তিতে তাঁকে জয়পুর থেকে প্রথম গ্রেপ্তার করে গুজরাট পুলিশ। ৮ ডিসেম্বর জামিন পাওয়ার পর এই ঘটনায় অন্য একটি মামলায় ফের তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

Related posts

Leave a Comment