নতুন দিল্লি: সোমবার মধ্যরাতে রাজস্থানের জয়পুর বিমানবন্দর থেকে গুজরাট পুলিশের হাতে গ্রেপ্তার তৃণমূল মুখপাত্র সাকেত গোখলে।বিষয়টি নিয়ে টুইট করেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন।
তৃণমূল সাংসদ জানান, সোমবার দিল্লি থেকে বিমানে তিনি জয়পুর আসেন। সেখান থেকেই গ্রেপ্তার হন তিনি। এমন কি তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে। তবে তৃণমূলের জাতীয় মুখপাত্রকে এভাবে গ্রেপ্তারিতে প্রতিহিংসার রাজনীতি দেখছে রাজনৈতিক মহল।
উল্লেখ্য, সম্প্রতি গুজরাটের মোরবিতে সেতু দুর্ঘটনা নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রীর সমালোচনা করে টুইট করেন সাকেত গোখলে। গুজরাট নির্বাচন চলাকালীন এই দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই মন্তব্য করেন তিনি! সেজন্য গ্রেপ্তার করা হয় তৃণমূল কংগ্রেসের অন্যতম জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে।
next post