সংবাদ কলকাতা: গুজরাটে কড়া নাড়ছে বিধানসভা ভোট। ২০০২ সালের ১২৭টি আসন পেয়েছিল বিজেপি। এবার কি সেই রেকর্ড ভাঙবে? এর উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবাদ মাধ্যমকে জানালেন, বিজেপি এবার তার আগের সব রেকর্ড ভেঙে দেবে। জনগণ দল এবং আমাদের নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি পূর্ণ আস্থা রেখেছে।
গুজরাট বিধানসভা নির্বাচনে আপের জেতার প্রশ্নে আগেই শাহ বলেছেন, ‘প্রত্যেক দলেরই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার আছে। কিন্তু এটা জনগণের উপর নির্ভর করে যে তারা সেই দলকে গ্রহণ করবে কি না’। তিনি বলেন, ‘আপ গুজরাটের মানুষের মনে কোথাও নেই।’
উল্লেখ্য, গুজরাটে দুই দফায় ভোট হবে পয়লা ডিসেম্বর ও ৫ ডিসেম্বর। সব রাজনৈতিক দল তাদের পূর্ণ শক্তি দিয়ে ঝাঁপিয়েছে গুজরাট বিধানসভা নির্বাচনে। সকল প্রার্থীরা তাদের ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছেন। প্রতিটি দলই নিজেদের জয়ের দাবি করছে। ফলাফল ঘোষণা করা হবে ৮ই ডিসেম্বর।
previous post