সুভাষ পাল, সংবাদ কলকাতা: আজ গুজরাটের প্রথম দফার ভোটের দিনে বিজেপি সরকারের বিরুদ্ধে এক অভিনব প্রতিবাদের সাক্ষী থাকল রাজ্যের আমরেলি বিধানসভা কেন্দ্র। আর সেই কাজটি করতে গিয়ে নির্বাচনী বিধি ভাঙল কংগ্রেস। জানা গিয়েছে, এই বিধানসভার বিদায়ী কংগ্র্রেস বিধায়ক পরেশ ধনানী নিজের বুথে ভোট দিতে যাওয়ার সময় এক নতুন পন্থা অবলম্বন করলেন। মূলত জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদের নামে বর্তমান বিজেপি সরকারের বিরোধীতা করতেই তাঁর এই উদ্যোগ। সেজন্য পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধিকে হাতিয়ার করেছেন তিনি।
বিজেপি সরকারের আমলে পেট্রোপণ্য দুর্মূল্য হয়েছে। এটা মানুষকে বোঝাতে একটি সাইকেল চালিয়ে নিজের বুথে গেলেন পরেশবাবু। শুধু তাই নয়, সেই সাইকেলের পিছনে বেঁধে নিলেন একটি খালি গ্যাস সিলিন্ডার। সেই ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ওই কংগ্রেস নেতা সাইকেলের পিছনে গ্যাস সিলিন্ডার বেঁধে রাস্তা দিয়ে চালিয়ে যাচ্ছেন। গ্যাস সিলিন্ডারের গায়ে রয়েছে মূল্যবৃদ্ধি সংক্রান্ত প্ল্যাকার্ড। তাঁর দুই পাশে দুই তরুণী একইভাবে সাইকেল চালিয়ে যাচ্ছেন। তাঁরাও একইভাবে প্ল্যাকার্ড বেঁধে তাঁর সঙ্গে বুথের দিকে এগিয়ে চলেছেন।
ওই বিদায়ী কংগ্রেস বিধায়কের অভিযোগ, মোদির আচ্ছে দিনে গ্যাসের সিলিন্ডার পিছু দাম দাঁড়িয়েছে হাজারের ঘরে। যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন পরেশবাবু। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি থেকে শুরু করে পেট্রোপণ্যের দাম অগ্নিমূল্য। বাজার অগ্নিমূল্যের কারণে জেরবার সাধারণ মানুষ। মোদির আচ্ছে দিনের কথা শুনলেও আচ্ছে দিন দেখতে পায়নি দেশের নাগরিকরা।
তাঁর আরও অভিযোগ, ‘বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের ব্যর্থতার কারণে গুজরাটে মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব বাড়ছে। গ্যাস ও জ্বালানির দাম আকাশ ছুঁয়েছে। শিক্ষার লাগামছাড়া বেসরকারিকরণ হয়েছে। এবার ক্ষমতার পরিবর্তন হবে। কংগ্রেস আসবে।’ উল্লেখ্য, এই কেন্দ্রেই ফের কংগ্রেসের প্রার্থী হয়েছেন পরেশ ধনানী।
যদিও পরেশ ধনানীর ভোটের দিনে অভিনব এই প্রতিবাদকে কংগ্রেসের নির্বাচনী বিধিভঙ্গের আওতায় পড়ছে বলে মনে করে রাজ্য বিজেপি। তাঁদের অভিযোগ, পরেশবাবু যেটা করেছেন, সেটা একটি ভোট প্রচার ছাড়া আর কিছু নয়। যা নির্বাচনী বিধি নিষেধের মধ্যে ভোটের দিনে করা যায় না।
