23 C
Kolkata
December 23, 2024
রাজ্য

গাড়ির হর্ণ বাজানোকে কেন্দ্র করে তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ

রায়গঞ্জ, ৩১ আগস্ট: উত্তর দিনাজপুরে ফের চলল গুলি। এবার গাড়ির হর্ন বাজানোকে কেন্দ্র করে একদল যুবকের উপর গুলি চালানোর অভিযোগ তৃণমূলের ভাইস চেয়ারম্যানের ছেলে ও ভাইয়ের বিরুদ্ধে। এমনই ঘটনা উত্তর দিনাজপুরের ডালখোলা থানার ফরসরা এলাকায়।

ঘটনায় গুলিবিদ্ধ এক যুবক রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন। আহতের পরিবার সুত্রে জানা গিয়েছে, আক্রান্তের নাম তৈবুর রহমান, বয়স ২২ বছর। তাঁর বাড়ি বিহারের বাইসি থানার ডাকরা সংলগ্ন বাংড়া গ্রামে। আক্রান্তের পরিবারের লোকেদের দাবি, বুধবার রাতে একটি গাড়িতে চেপে ফরসরায় মোমো খেতে গিয়েছিলেন। সে সময় গাড়ির হর্ন বাজানোয় অভিযুক্তরা প্রতিবাদ করলে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। তারপর মারধোর করে। তাতেই স্থানীয় দুই যুবক তাঁদের ওপর গুলি করে বলে অভিযোগ।

ঘটনায় ডালখোলা পৌরসভার ভাইস চেয়ারম্যান হাজি ফিরোজ আহমেদের ভাই ও ছেলের বিরুদ্ধে অভিযোগ তোলেন তাঁরা। ঘটনায় একটি গুলি গাড়িতে লাগে এবং তৈবুর নামে ওই যুবকের হাতে গুলি লাগে। এবিষয়ে ডালখোলায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান আহতের পরিবার। ঘটনার তদন্তে পুলিশ। যদিও অভিযুক্তদের পক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Related posts

Leave a Comment