দিনহাটা, ৩০ সেপ্টেম্বর: গাড়িতে করে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল গাঁজা। সেই গাড়ির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু হল টোটোচালকের। মৃতের নাম সইদুল মিয়াঁ। শনিবার ভোরে দুর্ঘটনাটি ঘটে দিনহাটা-২ এর গোবরাছড়া নয়ারহাট অঞ্চলের করলা এলাকায়।
স্থানীয়দের দাবি, ওই গাড়িতে করে গাঁজা পাচারের উদ্দেশ্যে সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে টোটোতে ধাক্কা মারে। দুর্ঘটনায় আহত টোটোচালককে রক্তাক্ত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান, দুর্ঘটনার পর গাড়িচালক পলাতক। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
previous post