24 C
Kolkata
April 17, 2025
দেশ

গাজিয়াবাদে আদালতে হানা দিল চিতাবাঘ

গাজিয়াবাদ: ভরা আদালতে হানা দিল চিতাবাঘ। গতকাল বিকেলে এই ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের গাজিয়াবাদ আদালতে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আদালত চত্বরে। গোটা আদালত তখন ছিল কর্মব্যস্ত। আদালত চত্বরে ছিল প্রচুর মানুষের ভিড়। কিন্তু অকস্মাৎ চিতাবাঘ দেখে ভয়ে ছোটাছুটি শুরু করে দেন আইনজীবি থেকে সাধারণ মানুষ। আক্রান্ত হন এক পুলিস কর্মী ও আরও এক ব্যক্তি। এক আইনজীবি লাঠি হাতে তাড়া করতেই তার ওপরেও হামলা চালায় চিতাটি। খবর পেয়ে ছুটে আসেন পুলিশ ও বনবিভাগের কর্মীরা। তাঁরা চিতাবাঘটিকে বন্দী করে নিয়ে যায়।

Related posts

Leave a Comment