November 2, 2025
জেলা

গাইঘাটায় এক কৃষি মজুরকে মারধর করার অভিযোগ

সুমন মল্লিক, বনগাঁ: উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ময়না গ্রামে মনসুর মন্ডল নামে এক ক্ষেত মজুরের উপর চড়াও হয় কিছু দুষ্কৃতী। তাঁর মাথায় ইটের আঘাত করে বলে অভিযোগ। প্রচন্ডভাবে ওই মজুরকে মারধর করা হয়। জানা গিয়েছে, ঐ ব্যক্তি এক মালিকের অধীনে জনমজুরের কাজ করেন। এদিন সকালে পেয়ারা বাগান থেকে পেয়ারা তোলার পর প্রতিদিনের মত আবার বাগানে কাজ করতে যান তিনি।

সেই সময় কিছু যুবক বাগানের বেড়া ভেঙে ঢোকার চেষ্টা করে। মনসুর তখন বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁদের মধ্যে বচসা বাধে। তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও মারধর করে। তাঁর মাথায় ইটের আঘাত করে ও হাতে পায়ের বিভিন্ন স্থানে আঘাত করে। তারপর প্রাথমিক চিকিৎসার পর তিনি গাইঘাটা থানায় রিপোর্ট লিখিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। তিনি জানান ঐ এলাকার কিছু যুবক প্রতিদিন বেড়া ভেঙে পেয়ারা বাগানে ঢুকে গাঁজা, চরস, আফিম প্রভৃতির নেশা করে। সেই কাজে বাধা পেয়ে তারা চড়াও হয় মনসুরের উপর।

Related posts

Leave a Comment