27 C
Kolkata
August 1, 2025
টিভি-ও-সিনেমা রাজ্য

‘গাঁটছড়া’-তে থাকছেন না খড়ি

সংবাদ কলকাতা, ২২ এপ্রিল: স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’-তে থাকছেন না সোলাঙ্কি রায় ওরফে ‘খড়ি’। ঈদের দিনে আকস্মিক এই খবরে মন খারাপ দর্শকদের। কিন্তু, কেন তিনি ছেড়ে দিচ্ছেন এই জনপ্রিয় ধারাবাহিক? তাহলে কি বন্ধ হয়ে যাচ্ছে একসময়ে ‘টিআরপি’-তে প্রথম থাকা ‘গাঁটছড়া’? নাকি তাঁর জায়গায় অন্য কেউ আসছেন ‘খড়ি’ চরিত্রে? সোশ্যাল মিডিয়ায় উঠেছে একাধিক প্রশ্ন।

সব জল্পনার অবসান ঘটিয়ে ‘খড়ি’ জানিয়েছেন, ‘জীবনে কোনও কিছুই চিরস্থায়ী নয়, একমাত্র পরিবর্তন ছাড়া! এক বছরেরও বেশি সময়ের সফর শেষ হল! স্বপ্নের মতো লাগছে! একইসঙ্গে খারাপও লাগছে! আবার আমি আনন্দিতও! এই সফরে কিছু দারুণ মানুষের সঙ্গে দেখা হয়েছে। কেউ পরিবার হয়ে উঠেছে, কেউ বন্ধু। কেউ ছেড়ে গেছে। আবার কেউ রয়ে গেছে। সবমিলিয়ে দুর্দান্ত একটা সফর! এবার এগিয়ে যাওয়ার সময়। আমি পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানাতে প্রস্তুত!’

অর্থাৎ এই ধারাবাহিক থেকে নিজেকে সরিয়ে নিয়ে এগিয়ে যেতে চাইছেন তিনি। তবে তাঁকে ছাড়া এই ধারাবাহিক কেমন চলবে, তা নিয়ে দর্শকদের মনে রয়েছে নানা সংশয়।

Related posts

Leave a Comment