সংবাদ কলকাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির শ্যালিকা মেনকা গম্ভীরকে গ্রেপ্তার নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা। জানা গিয়েছে, এদিন গরু পাচার মামলায় মেনকা গম্ভীরকে যে রক্ষাকবচ দেওয়া হয়েছিল, তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ। এরপর এই মামলায় ইডি চাইলে মেনকা গম্ভীরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারবে। প্রয়োজনে গ্রেপ্তারও করতে পারবে।
উল্লেখ্য, গতবছর গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মেনকাকে দিল্লিতে ডেকে পাঠায় ইডি। এই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন মেনকা। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি মৌসুমি ভট্টাচার্য নির্দেশ দেন, মেনকাকে গ্রেপ্তার করা যাবে না। তাঁকে কলকাতায় রেখেই জিজ্ঞাসাবাদ করতে হবে। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হয় ইডি। শুনানির পর এই মামলায় বিচারপতি মেনকার রক্ষাকবচ খারিজ করে দেন।
এর ফলে গরু পাচার মামলায় মেনকা গম্ভীরকে নতুন করে জেরা করা ও গ্রেপ্তারির ক্ষেত্রে কোনও আইনি বাধা থাকল না।