সংবাদ কলকাতা: অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে বুধবার গরু পাচার মামলায় গ্রেপ্তার হলেন অনুব্রত মন্ডলের কন্যা সুকন্যা মন্ডল। এদিন সকাল থেকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করে ইডি।
প্রসঙ্গত, ইতিপূর্বে তিন বার হাজিরা এড়িয়ে তদন্তে অসহযোগিতা করেন সুকন্যা। বুধবার দিল্লির ইডি অফিসে হাজিরা দিলেও আধিকারিকদের একাধিক প্রশ্নের সদুত্তর দিতে পারেননি অনুব্রত কন্যা। তারপরই ইডি হেপাজতে নেওয়া হয় তাঁকে।