November 2, 2025
কলকাতা

গরিব মৎস্যজীবীর জালে ৯০ কেজি ওজনের শঙ্কর মাছ

কাকদ্বীপ, ৩ ফেব্রুয়ারি: জাল ফেলতেই লটারি! কাকদ্বীপে এক মৎস্যজীবীর জালে উঠল ৯০ কেজি ওজনের শঙ্কর মাছ।। বিক্রি হল ২২ হাজার টাকা দামে।

জানা গিয়েছে, শনিবার সকালে বয়স্ক বাবা-মাকে সঙ্গে নিয়ে মুড়িগঙ্গায় মাছ ধরতে গিয়েছিলেন কাকদ্বীপের মৎস্যজীবী ভরত পুরকাইত। তিনি লট নম্বর আটের দাস পাড়ার বাসিন্দা। তার পাতা জালে হঠাৎ খুব ভারী কিছু নড়াচড়া করতে থাকে। দুপুরবেলায় অনেক কষ্টে জাল টেনে নৌকায় তুলতেই চোখ কপালে উঠে যায়। প্রকান্ড আকারের শঙ্কর মাছ নৌকা ভেঙে ফেলে দেওয়ার জোগাড় করে। কোনওক্রমে নৌকা সমেত মাছ ডাঙায় তোলেন। এরপর সেটা নিশ্চিন্তপুরের আড়তে নিয়ে গিয়ে ২৪০ টাকা কেজি দরে বিক্রি করে প্রায় ২২ হাজার টাকা লাভ করেন।

Related posts

Leave a Comment