31 C
Kolkata
August 1, 2025
কর্মখালি রাজ্য

গরিব ও মেধাবী ছাত্রছাত্রীরা প্রত্যেকে মাসে ৫০০০ টাকা করে পাবেন

সংবাদ কলকাতা: পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুখবর। পশ্চিমবঙ্গের পড়ুয়াদের প্রতি মাসে মাসে ৫০০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে কেবলমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের সুবিধা পাবেন। তাঁরা সকলেই এখানে আবেদন করার সুযোগ পাবেন। জেনে নিন আপনি কী করে এই টাকা পাবেন? এবং এই টাকা পেতে গেলে আপনাকে কি কি করতে হবে? এখানে কিন্তু ছেলে-মেয়ে সকলেই আবেদন করার সুযোগ পাবেন। তাহলে চলুন বিস্তারিতভাবে এই আপডেটটি জেনে নেওয়া যাক।

আবেদনের শর্ত: এখানে আবেদন করতে হলে আপনাকে বেশ কিছু শর্ত মেনে চলতে হবে-
১. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
২. আবেদনকারীকে অবশ্যই তার পূর্ববর্তী অর্থাৎ শেষ পরীক্ষায় প্রাপ্ত নাম্বার হতে হবে ৬০% বা তার বেশি।
৩.আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার মধ্যে হলে এই সুবিধা পাবেন।

আবেদন পদ্ধতি: আবেদন অনলাইনেই করতে হবে। সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের অবশ্যই নিচের দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি হল- https://svmcm.wbhed.gov.in/। এখানে অনলাইন আবেদনের সময় চাকরি প্রার্থীদের বেশ কিছু ডকুমেন্টস স্ক্যান করে সাবমিট করতে হবে।

প্রয়োজনীয় নথি: আবেদনকারীকে নিম্নলিখিত নথিগুলি জমা দিতে হবে:
১.মাধ্যমিকের এডমিট কার্ড
২. উচ্চ মাধ্যমিক পাশের মার্কসিট ও সার্টিফিকেট
৩. রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেট
৫. স্থায়ী বাসিন্দা হলে প্রমাণপত্র হিসেবে আধার কার্ড অথবা ভোটার কার্ড
৬. ব্যাংকের পাস বই
৭. আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটোকপি

এই আবেদন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হলে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। সেখানে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে।

Related posts

Leave a Comment