April 16, 2025
জেলা

গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে দুষ্কৃতীদের হামলা, সোনার চেন, তাঁত কাপড়ের গাট লুটপাটের অভিযোগ

নদীয়া, ৭ অক্টোবর: গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে আগ্নেয়াস্ত্র সহ দুষ্কৃতি হামলা। লোহার গেট ভেঙে ভেতরে ঢুকে সোনার চেন সহ তাঁত কাপড়ের গাট লুটপাট করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ব্যবসায়ী বাইরে বেরিয়ে আসতেই শূন্যে দু রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানা এলাকার ৫ নম্বর ওয়ার্ডের সর্বনন্দিন পাড়ায়।

তাঁত ব্যবসায়ী কেনারাম রক্ষিতের অভিযোগ, গতকাল রাত্রি ২:৩০ নাগাদ স্ত্রীকে নিয়ে তাঁতের শাড়ি গোছ করছিলেন সকালে হাটে যাবেন বলে। হঠাৎই বাড়ির বাইরে বিভিন্ন ধরনের অদ্ভুত শব্দ শুনতে পান তিনি। এরপর বাড়ির কাঁচের জানালা সহ দরজা ভাঙ্গার আওয়াজ পান। অভিযোগ, ক্ষণিকের মধ্যেই একদল দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়ে। এরপর ব্যবসায়ীর স্ত্রীর গলা থেকে একটি সোনার চেন ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। পাশাপাশি খাটের উপরে রাখা বেশ কয়েক হাজার টাকা মূল্যের কাপড়ের গাঁট লুট করে তারা। পরিবার চিৎকার চেঁচামেচি করতেই প্রতিবেশীরা ছুটে আসার আগে শূন্যে দু’রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীর দল।

শনিবার সকালে ব্যবসায়ীর বাড়িতে যান ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত বিশ্বাস। এরপর গোটা ঘটনা জানার চেষ্টা করেন তিনি। অন্যদিকে ব্যবসায়ী কেনারাম রক্ষিতের দাবি, ওই দুষ্কৃতির মধ্যে দু’জনকে চিনতে পেরেছেন তিনি। তবে পরিকল্পনা করেই তার বাড়িতে এই ধরনের হামলা হয়েছে বলে অভিযোগ তার। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন পরিবার। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। পাশাপাশি এই দুষ্কৃতী হামলার ঘটনায় কে বা কারা জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related posts

Leave a Comment