28 C
Kolkata
April 6, 2025
রাজ্য

গত ৬ বছরে রাজ্যের স্কুলগুলিতে ২৩ হাজার নিয়োগের তথ্য চাইল হাইকোর্ট

সংবাদ কলকাতা: হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নিয়োগ সংক্রান্ত তথ্য তলব করলেন। তিনি ২০১৬ সালের পরবর্তী সময়ে নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটি রিপোর্ট জমা দিতে বলেছেন। এই সময়ে রাজ্যের স্কুলগুলিতে নিয়োগের প্রক্রিয়া কতটা নিয়ম মেনে হয়েছে, তা খতিয়ে দেখতে বলেছেন রাজ্যকে। আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে সেই তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

আদালত সূত্রে জানা গিয়েছে, এই সময়সীমার মধ্যে প্রায় ২৩ হাজারের বেশি শিক্ষক নিয়োগ করা হয়েছে। হাইকোর্টের এই নির্দেশের ফলে প্রায় এই শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া প্রশ্ন চিহ্নের মুখে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০১৬ সালে শিক্ষক পদে নিয়োগের জন্য একটি পরীক্ষা নেওয়া হয়। এদের মধ্যে নবম-দশম শ্রেণিতে ১১,৪২৫ জনকে পরবর্তী সময়ে নিয়োগ করা হয়। এবং একাদশ-দ্বাদশে নিয়োগ করা হয় প্রায় সাড়ে ৫ হাজার। এই সময়সীমার মধ্যে গ্রুপ-ডি পদে ৪,৪৮৭ জন ও গ্রুপ-সি পদে ২,০৩৭ জনকে নিয়োগ করা হয়। সব মিলিয়ে ২৩ হাজারের ওপর নিয়োগ করা হয়। বিচারপতি বিশ্বজিৎ বসু সংশ্লিষ্ট জেলার স্কুল পরিদর্শকদের এই নিয়োগ প্রক্রিয়া খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। উচ্চ আদালতের নির্দেশ, এই নিয়োগ প্রক্রিয়া নিয়ম মেনে হয়েছে তা তদন্ত করে দেখতে বলা হয়েছে।

Related posts

Leave a Comment