সংবাদ কলকাতা: ১১ জুলাই মঙ্গলবার শেষ হয়েছে ভোট গণনা। তার পরদিনই অর্থাৎ ১২ জুলাই বুধবার বালুরঘাটের সদর বিডিও স্থানীয় থানায় লিখিতভাবে সিসিটিভি ও সিসিটিভির মেমরি কার্ড চুরি যাওয়ার অভিযোগ জানান। এরপরই বিডিও-র এই অভিযোগ নিয়ে ট্যুইট করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার সাংবাদিকদের সামনে তিনি বলেন, ‘বিডিও নিজে বলছেন সিসিটিভি হার্ড ডিস্কের মেমরি কার্ড চুরি হয়ে গেছে। কারণ ওই মেমরি কার্ডে যেগুলো আছে, সেগুলো সামনে এলে ধরা পড়ে যাবে, যে তৃণমূল ভোট লুঠ করেছে। আমি বাধ্য হয়েছিলাম গণনা কেন্দ্রের সামনে দুশো মিটার দূরে রাতে কর্মীদের নিয়ে দাঁড়াতে। লুঠ চলছিল, কতক্ষণ সেটা দেখা সম্ভব?’ তিনি আরও বলেন, ‘ভোটের ফল নিয়ে পর্যবেক্ষণ করে দেখুন অনেক অমিল পাবেন। এটা গোঁজা দেওয়া ভোট তো। সবটাই গোঁজ হয়ে গিয়েছে।’ যদিও এই ঘটনার পাল্টা জবাব দিয়েছেন স্থানীয় তৃণমূল সভাপতি সুভাষ চাকী। তিনি বলেন, ‘বিজেপি অভিযোগ করতেই পারে। কিন্তু তৃণমূল কর্মীরা দাঁড়িয়ে থেকে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট করেছে। গণনাতেও কোনও কারচুপি হয়নি।’
previous post