সংবাদ কলকাতা: গঙ্গাসাগর মেলা শুরু হবে আগামী ৮ ই জানুয়ারী, ২০২৩। কুম্ভস্নান শুরু হবে ১৪ তারিখ ৬.৫৩ মিনিটে। পুণ্যস্নানের সময় ২৪ ঘণ্টা।’ ইতিমধ্যেই গঙ্গাসাগর মেলা নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এক টিকিটে গঙ্গাসাগরে যাওয়া-আসা করা যাবে।
গঙ্গাসাগর মেলা দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা। সাগর দ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত কপিলমুনির আশ্রমে প্রতিবছর মকর সংক্রান্তির দিন বহু লোক তীর্থস্নান করতে আসেন। এই স্থানটি হিন্দুদের কাছে পবিত্র তীর্থস্থান।
পুণ্যার্থীদের যাতায়াতের জন্য বিশেষ ব্যবস্থা করেছে মমতা সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ‘মেলায় ২ হাজার ২৫০টি সরকারি বাস, ৫০০টি বেসরকারি বাস চালু থাকবে। ৪টি বার্জ, ৩২টি ভেসেল, ১০০টি লঞ্চ ওই সময়ে চলবে। এছাড়া ১০টি ফায়ার স্টেশন, ২৫টি দমকলের ইঞ্জিন মোতায়েন থাকবে’।
এবার সাগরদ্বীপের সমস্ত পরিবহণমাধ্যমে লাগানো থাকবে জিপিএস ট্র্যাকার। এর মাধ্যমে ২৪ ঘণ্টা এইসব পরিবহণগুলির ওপর নজরদারি চালানো হবে। ফলে, দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে বলে, জানাচ্ছে দক্ষিন ২৪ পরগণা প্রশাসন।
এবার ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে এই সাগর মেলা।
next post