November 1, 2025
সাহিত্য

খুশির ঈদ্

অরবিন্দ সরকার
আন্তর্জাতিক স্বভাব কবি
বহরমপুর,মুর্শিদাবাদ।


সিয়াম সাধনা পর,ঈদুল ফিতর,
একমাস ব্যাপী রোজা, কঠোর সাধনা,
সূর্যাস্তে নিয়ম ভাঙা,ইফতার খানা,
নিষ্ঠাভরে উপবাস,পবিত্র ভিতর।

দ্বিতীয়া তিথিতে চাঁদ,খুশির জোয়ার,
কোলাকুলি আলিঙ্গনে,ঈদ্ সম্বর্ধনা,
নতুন বস্ত্রে সজ্জিত,ধনী দুঃস্থ জনা,
আমীর ফকির এক,উৎসব সবার।

মসজিদ ঈদগাহে, একত্রে নামাজ,
নানা রূপ খাদ্য দ্রব্য, হেঁসেলে রন্ধন,
সাজসজ্জা চতুর্দিকে,ঐক্যের সমাজ,
জাতি ধর্ম নির্বিশেষে,মানব বন্ধন।

উৎসব মানবতার,সেবায় নিযুক্ত,
সম্প্রীতি মেল বন্ধনে,আপ্যায়ন মুক্ত।

Related posts

Leave a Comment