সংবাদ কলকাতা, ২৫ নভেম্বর: এনআরসি এবং সিএএ নিয়ে এক বড়সড় মন্তব্য করলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। গতকাল এক সাংবাদিক সন্মেলন করে তিনি বলেন, যাঁরা ভাবছেন সিএএ চালু হবে না, তাঁরা স্বপ্ন দেখছেন। এমন স্বপ্ন দেখা বন্ধ করুন। সিএএ এখন আইনে পরিণত হয়েছে। তাই সেটার বাস্তব রূপ দেওয়া হবে। বাকি আছে কিছু নিয়ম তৈরির কাজ। করোনা পরিস্থিতির কারণে একটু বিলম্ব হলেও খুব শীঘ্রই নিয়ম প্রণয়নের কাজ শুরু হবে।
উল্লেখ্য, বিজেপি বিরোধী কিছু রাজ্য সিএএ ও এনআরসির বিরোধিতা করছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বিরোধিতা করে বারবার বলেন, এনআরসি ও সিএএ রাজ্যে চালু হতে দেবেন না।