সংবাদ কলকাতা: প্রাণের শহর, ভালোবাসার শহর কলকাতা! আর এই কলকাতাতে ঘটে চলেছে একের পর এক খুন। শহরে ঘুরে বেড়াচ্ছে সিরিয়াল কিলার। অথচ খুনি প্রতিটি খুনের পর জেনে শুনে রেখে যাচ্ছে ক্লু। কিন্তু অস্বাভাবিক এই খুনের পিছনে উদ্দেশ্য কী? এর কোনও কুল কিনারা করতে পারছে না পুলিশ। আর তাই শহরে ডাক পড়েছে গোয়েন্দা একেন বাবু ওরফে অনির্বাণ চক্রবর্তীর। তিনি দেশ থেকে বিদেশ ঘুরে এবার নিজের শহরে খুনের রহস্য সমাধান করতে আসছেন। সকলের জনপ্রিয় গোয়েন্দা একেন বাবুকে “হইচই” আবারও তার ওয়েব প্ল্যাটফর্মে নিয়ে আসছে ।
“একেন বাবু এবার কলকাতায়” সিরিজটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী। সকলের প্রিয় গোয়েন্দা একেন বাবুকে ফের একবার রহস্যের সমাধান করতে দেখা যাবে। গত রবিবার সেই ওয়েব সিরিজের ট্রেলার মুক্তি পেয়েছে। ওয়েব সিরিজটির পরিচালনায় রয়েছেন জয়দীপ মুখার্জী।
previous post
next post