সংকল্প দে, বীরভূম: মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় জনসাধারনের কথা মাথায় রেখে যাঁরা ব্লক থেকে দূরদুরান্তে বসবাস করেন, তাঁদের কাছে সরকারি সুযোগ সুবিধা যেন সহজেই পৌঁছে যায়, তথা নিজেদের চাহিদা অনুযায়ী আবেদনপত্র জমা করতে পারেন, সেই লক্ষ্যে শুরু হয়েছে অষ্টম দফার দুয়ারে সরকার কর্মসূচি। তদানুরূপ এদিন সোমবার বীরভূম জেলার খয়রাশোল ব্লকের কেন্দ্রগড়িয়া হাইস্কুল চত্বরে দুয়ারে সরকার কর্মসূচীতে সাধারণ মানুষেরা নিজ নিজ চাহিদা অনুযায়ী আবেদনপত্র জমা করলেন। আজকের দুয়ারে সরকার শিবিরে কন্যাশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, লক্ষীর ভান্ডার, জাতিগত শংসাপত্র সহ অন্যান্য প্রকল্পগুলির সুবিধা পেতে আবেদনকারীরা আবেদনপত্র জমা করলেন। এদিন দুয়ারে সরকার শিবির পরিদর্শনে আসেন খয়রাশোলের বিডিও সৌমেন্দু গাঙ্গুলী। সরাসরি তিনি আধিকারিকদের পাশাপাশি আবেদনকারীদের সাথেও কথা বলে খুশি ব্যক্ত করেন।
previous post
next post
