23 C
Kolkata
December 23, 2024
দেশ

খনির নিচে আটকে গেল বহু শ্রমিক

পাণ্ডবেশ্বর: খনির নিচেই আটকে শ্রমিকরা! শোরগোল পাণ্ডবেশ্বরের কেন্দা এরিয়ার ছোড়া কোলিয়ারিতে। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর দুটো নাগাদ ইসিএলের কেন্দা এরিয়ার ছোড়া কোলিয়ারিতে ব্রয়লারের ইঞ্জিন বিকল হয়ে বন্ধ হয়ে যায় ডুলি । ফলে খনির নিচে দীর্ঘ কয়েক ঘন্টা আটকে যায় ১২০ জন শ্রমিক। কয়েক ঘন্টা পর ডুলি পরিষেবা স্বাভাবিক হলে উঠে আসে শ্রমিকরা। ইসিএল সূত্রে খবর, এই কোলিয়ারিতে ডুলি ওঠা নামা করে ব্রয়লার ইঞ্জিনের সাহায্যে। মঙ্গলবার দুপুরে হঠাৎ ব্রয়লার বিকল হয়ে বন্ধ হয়ে যায় । ঘটনায় আতঙ্ক ছড়ায় খনির নিচে আটকে থাকা শ্রমিকদের মধ্যে। দ্রুত শুরু হয় বিকল ইঞ্জিনটি সচল করার কাজ। দীর্ঘ কয়েক ঘণ্টা পর সন্ধে ছটা নাগাদ ইঞ্জিনটি ফের চালু হয়। তারপরেই খনির নিচে আটকে থাকা শ্রমিকরা ওই ডুলিতে করে উঠে আসে। কোন শ্রমিকের ক্ষতি হয়নি বলেও জানা গিয়েছে।

Related posts

Leave a Comment