April 9, 2025
রাজ্য

খড়্গপুর হাসপাতালে রোগীর পরিজনদের রাতে থাকার নির্দিষ্ট জায়গার অভাব

খড়্গপুর মহকুমা হাসপাতালে রোগীর পরিজনদের রাত্রিযাপনের সঠিক ব্যবস্থা না থাকার কারনে দুর্ভোগে পড়তে হচ্ছে তাদেরকে। দূরদূরান্ত থেকে আসা রোগীর আত্মীয় স্বজনদেরকে কোনোরকমে রাত কাটানোর জন্য হাসপাতাল চত্বরের রাস্তার ধারে নয়তো কোনও শেডের তলায় বেছে নিচ্ছে। সেখানে পরিজনদের জন্য রাত্রিযাপনের যে ব্যবস্থা টুকু আছে তা খুবই সামান্য। খুব বেশি হলে সেখানে ১০-১৫ জন ব্যক্তি রাত কাটাতে পারবে। সে কারণেই দূরদূরান্ত আসা রোগীর পরিজনদের থাকার জায়গার কোনো সুরহা মিটছেনা।

Related posts

Leave a Comment