নাগপুর, ১৪ জানুয়ারি: নাগপুরে স্কুল ক্রিকেটে এক বিস্ময় প্রতিভার দেখা মিলল। মাত্র ৪০ ওভারে ৫০৮ রান তুলে তাক লাগিয়ে দিয়েছে এক বিস্ময় বালক। মাত্র ১৪ বছর বয়সী ওই ছাত্রের নাম যশ চাওড়ে। ইন্টার স্কুল টুর্নামেন্টে দেশের আর কোনও ক্রিকেটারের এই রেকর্ড নেই। জানা গিয়েছে, সীমিত ওভার ইন্টার স্কুল টুর্নামেন্টে খেলতে নামে সরস্বতী বিদ্যালয়। মাত্র ৪০ ওভারে এই ম্যাচে ওপেন করতে নামে যশ। কিন্তু ১৭৮ বলের ইনিংসে ৮১টি চার ও ১৮টি ছক্কা মারে। ৫০৮ রান করেও অপারাজিত থাকে সে।
প্রসঙ্গত, খেলাটি হয় নাগপুরের ঝুলেলাল ইনস্টিটিউট অফ টেকনোলজি গ্রাউন্ডে। সিদ্ধেশ্বর বিদ্যালয়ের বিরুদ্ধে অনূর্ধ ১৪ মুম্বই ইন্ডিয়ান্স জুনিয়র ইন্টার স্কুল টুর্নামেন্ট খেলতে নামে যশের সরস্বতী বিদ্যালয়। ম্যাচের প্রথমেই ব্যাটিং করে যশের দল। সেই ইনিংসেই পিচে ঝড় তোলে যশ চাওড়ে। প্রথম ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ৭১৪ রান করে সরস্বতী বিদ্যালয়। জবাবে সিদ্ধেশ্বর বিদ্যালয় ব্যাট করতে নেমে মাত্র ৫ ওভারে ৯ রান করে অলআউট হয়ে যায়। যশের অপরাজিত ৫০৮ রানের ব্যক্তিগত ইনিংস দলকে অনায়াসে জিতিয়ে দেয়। তার এই লম্বা স্কোর দেখে বিস্মিত ক্রিকেট জগৎ। আগামী দিনে ভারতীয় ক্রিকেটে বড় মাইল ফলক গড়ে তুলবে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
জানা গিয়েছে, যশ প্রথমদিকে স্কেটিং নিয়ে অনুশীলন করত। কিন্তু যশের বাবা শ্রাবণ চাওড়ে তাকে ক্রিকেটে নিয়ে আসেন। শুক্রবার যশ লম্বা রান স্কোর করে তাঁর বাবার এই উদ্যোগকে সম্মানিত করল।
previous post