27 C
Kolkata
November 1, 2025
খেলা দেশ

ক্রিকেটার দীপক চাহারের স্ত্রীকে খুনের হুমকি

নতুন দিল্লি: ভারতীয় ক্রিকেট খেলোয়াড় দীপক চাহারের স্ত্রী জয়া ভরদ্বাজকে খুনের হুমকি। এই ঘটনায় অভিযুক্ত দুই যুবক। তাদের নাম ধ্রুব পারেখ ও কমলেশ পারেখ। তারা হায়দরাবাদের বাসিন্দা। অভিযুক্তদের মধ্যে একজন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোশিয়েশনের একসময় সদস্য ছিল।

জানা গিয়েছে, অভিযুক্ত ওই দুই যুবক জয়া ভরদ্বাজের কাছ থেকে গত বছর অক্টোবর মাসে টাকা ধার নেয় ব্যবসা করার জন্য। এখন সেই টাকা ফেরৎ চাইলে তা দিতে অস্বীকার করে ধ্রুব ও কমলেশ। সেজন্য আগ্রার হরি পর্বত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দীপক চাহারের বাবা লোকেন্দ্র চাহার। সেই অভিযোগে জানানো হয়, অভিযুক্তরা টাকা ফেরত দিতে অস্বীকার করে। এমনকি প্রাণে মারার হুমকি দেয়। এই অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related posts

Leave a Comment