21 C
Kolkata
December 25, 2024
জেলা

ক্যারাটে চ্যাম্পিয়নশিপে পদক জয় তিন খুঁদের

ময়নাগুড়ি, ৮ সেপ্টেম্বর: ময়নাগুড়ি স্পোর্টস এন্ড ক্যারাটে ডো একাডেমির পরিচালনায় অনুষ্ঠিত সেকেন্ড নর্থ বেঙ্গল গ্লোবাল শটোকান ওপেন ক্যারাটে ডো চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় ময়নাগুড়ির এক বেসরকারি লজে। সেই খেলায় অংশগ্রহণ করেন ময়নাগুড়ি দক্ষিণ খাগড়াবাড়ি স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয় এর তিন জন খুঁদে ছাত্র ছাত্রী। তারা প্রত্যেকেই পদক জয়লাভ করে বলে জানা যায়। স্কুল সূত্রে জানা গিয়েছে, স্কুলের ছাত্র শিবা রায় স্বর্ণ পদক, রিমি সাহা স্বর্ণ পদক এবং দীপায়ন রায় ব্রোঞ্জ পদক লাভ করেন। আর এই সাফল্যের কারণে খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবক অভিভাবকরা। স্কুলের তরফে সমস্ত ধরনের খেলায় ছাত্র ছাত্রীদের উৎসাহের সঙ্গে এগিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিদ্যালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক শুভময় মজুমদার।

Related posts

Leave a Comment