সংবাদ কলকাতা, ২৪ নভেম্বর: আজ সুইজারল্যান্ড মুখোমুখি হয়েছিল ক্যামেরুনের। প্রথম দিনেই ক্যামরুনকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল সুইজারল্যান্ড। প্রথম হাফে দুটি দল রক্ষণাত্মক ভূমিকায় খেলা শুরু করে। দুটি দলই পরস্পরকে পরখ করে নিতে চাইছিল।
প্রথম হাফ শেষ হবার পর খেলার ফলাফল শূন্য থাকে। এরপর দ্বিতীয় হাফ শুরু হওয়ার পরেই আক্রমণের ঝাঁঝ বাড়ায় সুইজারল্যান্ড। দ্বিতীয় অর্ধের কিছু সময় অতিবাহিত হওয়ার পর সুইজারল্যান্ড একটি গোল করে এগিয়ে যায়। ম্যাচের ফলাফল সুইজারল্যান্ড ১, ক্যামেরুন ০।