April 7, 2025
কলকাতা

ক্যানিংয়ে বিজেপি কর্মীর ওপর দুষ্কৃতী হামলা

সংবাদ কলকাতা: রবিবার রাতে ক্যানিং থানার অন্তর্গত নিকারীহাটা গ্রাম পঞ্চায়েতের কোড়াকাঠি গ্রামের এক বাসিন্দা সাধন পুরকাইতকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আক্রান্ত সাধন স্থানীয় বিজেপি কর্মী বলে পরিচিত। পেশায় গ্যাস ব্যবসায়ী সাধন এদিন রাতে ভ্যান সারাইয়ের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। কোড়াকাঠির মোড়ে আচমকা প্রায় ২০ জন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে লাঠি, রড দিয়ে বেধড়ক মারধর করে। খবর পেয়ে স্থানীয় বিজেপি কর্মীরা এসে তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ক্যানিং বিজেপি-র ১ নম্বর মন্ডল সভাপতি কিঙ্কর মন্ডল জানান, আবাস যোজনার দুর্নীতি নিয়ে বিজেপির তরফে ক্যানিং ১ নম্বর বিডিও সাহেবকে শনিবার ডেপুটেশন দেওয়া হয়েছিল। সেই সময় উপস্থিত ছিলেন সাধন পুরকাইত। সেই জন্যই তৃণমূল আশ্রিত গুন্ডারা তাকে মারধর শুরু করেন।

তৃণমূলের তরফে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানান, রাতের অন্ধকারে কে কাকে মেরেছে তার সঠিক প্রমাণ নেই। তাছাড়া রাতের অন্ধকারে কেউ কাউকে মারলেই সে তৃণমূল হয়ে যাবে, এই অভিযোগ ভিত্তিহীন।

Related posts

Leave a Comment